সর্বনাম ভুলে গেছি

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

Md.Ashaduzzaman Chowdhury
  • ৬১
আকাশের অস্তিত্ব কি এখনো অল্প লাগে?
এখন একা একা বিভোর হই সাময়িক আনন্দে-
রাতে স্বল্প ক্ষণের উষ্ণতা শরীরে অত্যাচার লাগে,
একের পর এক স্মৃতির দিন প্রতিদিন নতুন হয়,
এই নতুন কখনো পুরনো শব্দকে ফিরে পায় বর্তমানে,
পাওয়ারই কথা শব্দ তো আমার তৈরি নয়,
আমার যা তৈরি ছিল আর যা তৈরি হয়েছে
সেখানে শব্দরা আসতে লজ্জা পায়,ধিক্কার জানায়,
শরীরে আঘাত করলে যেমন পাশের কোষ আন্দলিত হয়ে মারা যায়,
ঠিক সেভাবেই মন প্রতিদিন মারা যায় অতলে,উপরে পদ্ম ভাসে
নতুন যখন স্পর্শ দেয় সন্তানের জন্য,
তখন সৃষ্টির উপর ঘৃণা তীব্র ভাবে আঘাত করে,
এই আঘাত গুলো একান্তে রাতের আধারে বিলীন হয় অন্যের স্পর্শের সময়
আর দিনের ক্ষণে জমা হয় শরীর ছাড়িয়ে,জীবনে।
ভাঙ্গার জন্য শক্তি লাগে না,
তবুও মনের মাঝে সর্বখানে ভাঙ্গার আওয়াজ পাই,
এই আওয়াজের শক্তি বাতাসকে স্তব্ধ করতে চায়,
সেদিন বিষ নিয়েও থমকে গেছি আয়নায় আমার রুহ দেখে
জীবনের রুহ কজন দেখতে পারে?
আমি আর্তনাদ করলেও আর্তনাদেরা সাড়া দেয় না,
বরঞ্চ বলে যায় আর্তনাদকে বিরক্ত না করে চুপ থাকতে
তখন চুপ এসে বলে-কষ্ট এমনই,রক্ত বের হবে না,শরীর কাটবে না,
অথচ জ্বলবে,যন্ত্রনা দিবে,যন্ত্রনা তৈরি করাবে।
আমি চুপ এই কাজই করি,আর অন্ধকার নিয়ে রুহকে স্পষ্ট ভয় দেখাই।
কষ্ট আর কত তীব্র হয় ?
কত তীব্র কষ্ট হলে অন্ধকারের সাথে জীবনের স্পর্শ দিয়ে,
সাময়িক উত্তালে দৃশ্যমান আনন্দ দিতে সায় দেয় মন?
সে কি জানে না কষ্ট কোথায়?
ভাঙ্গতে চাওয়া আর ভেঙ্গে ফেলা আর ভেঙ্গে দেব
এই তিন জন্মকে ভেঙ্গে নতুন জোড়া তৈরির জন্ম
জন্মকেও বারবার মৃত্যুর মৃত্যুতে নিমন্ত্রণ পাঠায়,
কেউ ভাঙ্গবে বলেই আজ দিনের পর রাত হয়
মিথ্যাকে ভাঙ্গার সাথে সত্যের মতো জড়িয়ে রাখার তীব্রতা
দিন কে দিন মাতাল করে দিয়ে চলে যায়,
মুখের স্পর্শ সেই দুটো উঁঁচুতে-সাময়িক আনন্দের জন্য
সারাজীবন মানসিক কষ্টের সাগরে পলায়ত আসামীর মতো দূরে
রাখে আসল সত্য স্পর্শ আর সবকিছুকে।
অভিমান রাগ সে তো রাগেও অভিমান আর অভিমানেও রাগের জন্ম হয়,
কিন্তু জীবনের সমস্ত নীরবে যে আলোটুকু দরকার ছিল
তা শুধু ধোঁঁয়া হয়েই চারপাশে সবসময় থাকে,
সবসময় একান্ত ইচ্ছেই অদৃশ্যের চুমু দেয় সমস্ত সত্য চাওয়াই'
যে চাওয়া নতুনে কখনো কল্পনায়ও পাবে না,
যে সাহস এখনো আছে, সেই সাহস নত হয়ে আছে
শুধু মাত্র বক্ররেখার শীর্ষকে সমাজের চোখে সম্মানে রাখতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুন সুন্দর লেখনীর জন্য অভিনন্দন কবি। শুভকামনা...
সেলিনা ইসলাম "জন্মকেও বারবার মৃত্যুর মৃত্যুতে নিমন্ত্রণ পাঠায়, কেউ ভাঙ্গবে বলেই আজ দিনের পর রাত হয় মিথ্যাকে ভাঙ্গার সাথে সত্যের মতো জড়িয়ে রাখার তীব্রতা দিন কে দিন মাতাল করে দিয়ে চলে যায়,"চমৎকার লাগল। শুভকামনা সতত।
Hasan ibn Nazrul অসাধারন
Ahad Adnan অসাধারণ কবিতাটির জন্য শুভেচ্ছা, অভিনন্দন এবং ভোট রইল।
পন্ডিত মাহী "একের পর এক স্মৃতির দিন প্রতিদিন নতুন হয়"। কষ্টরা যেমন হয়

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষ মাঝে মাঝে জীবনের নতুন আঙ্গিক পায় প্রতিদিনের প্রতি পদক্ষেপে।নতুন কোন মানুষ এসে যদি কখনো নিজের স্বামীত্ব অথবা স্ত্রীর স্বীয় অবস্থানকে বিচ্যুত করে সাময়িক লালসায় পরিণত হয়ে ভোগ করে তাহলে অপর পক্ষ যে কষ্টের সামনা সামনি হয় তা ব্যাখ্যা করা ক্ষমতা বাক্যে বক্তব্যেও অপূর্ণ সব সময়। যখন দুটো মানুষ নিজের চাহিদা চাহিদা বলে দাবি করে নিজের ভালোবাসা প্রেম আর সত্ত্বাকে অপর কারো কাছে মোহের জন্য ছেড়ে দেয় অবলীলায় সেখানেই "মন ভাঙ্গা"কে সঙ্গা দেয়া যায়। সমাজে কেউ কি এখনো আছে যিনি স্বাধীন হতে চান না ?দুটো মানুষের দুজনই স্বাধীন কিন্তু স্বাভাবিক কিছু ব্যাপারে দ্বিমত থাকবেই,সেই দ্বিমতের জন্য কেন অপর একজন সুবিধাভোগী পুরুষের সান্নিধ্যে তাকে ছেড়ে যাওয়া লাগে???? অনেক কারণ দেখানো এখানে অস্বাভাবিক নয়। কিন্তু ভালোবাসার মাঝে কি কখনো পূর্ণতা আছে?????যদি কেউ বলে পূর্ণতা আছে তাহলে সে ভালোবাসার জন্য নয় সে কার ভালোবাসা কেমন কার জীবন কেমন যাচ্ছে তা পরিমাপের জন্য আছেন, তিনি কখনোই প্রেমিক বা প্রেমিকা হতে পারেন না,পারবেন ও না। মন ভাঙ্গা আর মন গড়া জীবনের অভিশাপ আর কষ্ট। সত্য প্রেম আর সত্য ভালোবাসা নিজেদের মর্যাদা হারায়,মনুষ্যত্বের অস্তিত্ব কমে আসে,আরো কত কী !!! সমাজ আর সংসার , সমাজ ও পিতামাতা,সমাজ ও মন এই সব গুলো সময় সাপেক্ষে নির্দিষ্ট দায়িত্ব পায়,পাবে। সেগুলোকে অবহেলা আর অন্যের তুলনায় তুলনা করে নিজের মনুষ্যত্ব বোধ আর সমাজের চাক্ষুস দিককে প্রাধাণ্য দিতে গিয়ে যেসব ছেলে বিয়ের নতুন পাঞ্জাবী আর যেসব মেয়েরা বিয়ের গয়না গায়ে দিয়েছেন তাদের প্রতি দূর্বলতার ফুলেল শুভেচ্ছা সবসময়।আপনাদের জন্যই মিথ্যা গুলো সত্য হয়,সত্য গুলো শুধুই মুখের বুলি হয়ে ভেসে ভেসে পুরো মহাদেশ ভেদ করে মহাকাশের অনন্ত যাত্রার যাত্রী হয়ে চলতে থাকে, অতপর সকল সত্য প্রেম ও সত্য জীবনের আর্দশে গড়া সংসার ও ভালোবাসার জীবন সুখী থাকুক সাময়িক রাগ অভিমান খুনসুটি নিয়ে। মানুষই ভালোবাসা,আর ভালোবাসা ভুল নিয়েই,এটা কখনোই সঠিক হবে না,হতেও পারে না।

২৮ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪